ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রচারে আসছে জোভান-আইশার ‘আবেগ’

প্রচারে আসছে জোভান-আইশার ‘আবেগ’

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জোভান ও এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী আইশা খান অভিনীত বেশ কিছু নাটক এরমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তাদের নিয়ে ‘আবেগ’ নামের একটি নাটক নির্মাণ করেছেন এই প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেন। রেজাউল আলম শাওনের রচনায় নাটকটির নির্মাণ কাজ এরমধ্যে শেষ করেছেন তুহিন হোসেন। তুহিন হোসেন বলেন, ‘আবেগ নাটকটি মূলত আমাদের জীবনে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনারই প্রতিচ্ছবি। জোভান ও আইশা জুটিকে নিয়ে আমার নির্মিত অন্যতম ভালো লাগার একটি নাটক। জোভান এরইমধ্যে অভিনেতা হিসেবে দর্শকের ভালোবাসায় নিজেকে একটি অবস্থানে নিয়ে গেছেন। বলা যায়, তিনি একজন পরীক্ষিত অভিনেতা। যে কারণে তিনি এই প্রজন্মের ব্যস্ততম অভিনেতাদের একজন। নিঃসন্দেহে জোভান বেশ চমৎকার অভিনয় করেন। তারসঙ্গে আইশা খানও এই প্রজন্মের অভিনয় শিল্পীদের মধ্যে বেশ ভালো করছে। যদিও আইশা একটা সময় উপস্থাপনা করতেন। কিন্তু এখন আইশা অভিনয়েই বেশি ব্যস্ত। খুব ভালো করছে আইশা। তাদের দুজনের অভিনয়ে আমি ভীষণ সন্তুষ্ট। আবেগ গল্পে তারা দুজন এতো চমৎকার ন্যাচারাল অ্যাক্টিং করেছে দর্শক মুগ্ধ হবেন।’ তুহিন হোসেন জানান আগামী ২৩ জুলাই ‘আবেগ’ নাটকটি এনটিভিতে প্রচারে হবে বিকাল তিনটায়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান বলেন, ‘কাজটা আমরা চেষ্টা করেছি গুছিয়ে করার। তুহিন ভাই রোমান্টিক ঘরানার কাজ একটু কম করেন। সে জায়গা থেকে তিনি নিজেও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। শাওন ভাইয়ের গল্প, চিত্রনাট্য এবং জোভান ভাইয়ার চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে জোভান চরিত্রটি এবং নাটকটি।’ ‘আবেগ’র দৃশ্য ধারণে ডিওপিতে ছিলেন এসআর নিহাদ। উল্লেখ্য, এর আগে জোভান-আইশা জুটিকে ‘লাভ বাইট’, ‘থেমে যেতে নেই’, ‘অনামিকা’, ‘দুটি মন’, ‘লাস্ট উইস’, ‘সে প্রথম প্রেম আমার’ নাটকে অভিনয়ে দেখা গেছে। এদিকে নির্মাতা তুহিন হোসেন গত ঈদে প্রচারের জন্য তানিয়া বৃষ্টিকে নিয়ে নির্মাণ করেছিলেন নাটক ‘জয়িতার দিনরাত্রি’। এদিকে গত ১৪ জুলাই এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তুহিন হোসেন পরিচালিত নাটক ‘শেষ গান’ নাটকটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত