বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল শুক্রবার বিকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন এরই মধ্যে গ্রহণ করেছে পুলিশ সদর দপ্তর। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। এআইজি ইনামুল হক সাগর আরো জানান, তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। কমিটি তাদের আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছে। এক্ষেত্রে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে অনেকেই ফৌজদারি/ আর্থিক/ নৈতিক স্খলন/ আচরণগত/ বিভাগীয় শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধেও চাকরিচ্যুত হয়েছেন। আবার কারো কারো আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল/ প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইবুনালেও বিচারাধীন রয়েছে।