ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সংস্কার বাস্তবায়নের একমাত্র পথ নির্বাচন

তারেক রহমান
সংস্কার বাস্তবায়নের একমাত্র পথ নির্বাচন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার বাস্তবায়ন করতে চাইলে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি বলেন, বরং সংস্কারের আলাপ যতো দীর্ঘায়িত হবে, দেশ ততো সংকটে পড়বে। এতে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা। গতকাল রোববার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে কদমতলী শিল্প এলাকায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব নয়। বিএনপি দেশের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চায়। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সবাই মিলে যার যার অবস্থান থেকে চেষ্টা করলে দেশের জন্য ভালো কিছু হওয়া সম্ভব। জবাবদিহিতা না থাকলে কোনো কিছুই টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত