ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

জনপ্রশাসন-বিচার বিভাগ সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দেবে আজ

প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দেবে আজ

বিগত আওয়ামী লীগ সরকার পতনের মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রাষ্ট্রীয় বিভিন্ন খাতে সংস্কার অন্যতম। এরই ধারাবাহিকতায় গত বছরের অক্টোবরে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। গত ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশমালা চূড়ান্তভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তরের কথা থাকলেও সেটি পিছিয়ে যায়। সুপারিশমালা আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, সংস্কার কমিশনের সুপারিশমালা আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। সুপারিশগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব বলেও মনে করেন তিনি।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তার কাছে সুপারিশমালা হস্তান্তর করব। একইসঙ্গে কালকে আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে। আমরা যে সুপারিশমালা করছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব। অসম্ভব কিছু হলে তো সেগুলো সুপারিশ করতাম না। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না সেটা তো এখন সরকার বুঝবে।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট। ওয়েবসাইটে দেয়া হবে, সবাই জানবেন। জমা দেওয়ার পরে সবাই জানুক এতে ভুল বোঝাবুঝির অসুবিধা থাকে না।

জনপ্রশাসন সংস্কার কমিশনের পাশাপাশি বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেবে দুই কমিশন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত দুই কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে। এই দুই কমিশন হলো- জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এরইমধ্যে রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১ মাস ৩ দিনের মাথায় গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে বহুল আলোচিত ছয়টি প্রাতিষ্ঠানিক সংস্কারে সুনির্দিষ্ট কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এর মধ্যে নির্বাচন কমিশনের প্রধান করা হয় সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদারকে। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাবেক জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে গঠিত কমিশনের প্রধান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত