ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা

আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য, তৎকালীন পুলিশ সুপারসহ মোট ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রসিকিউশন কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার সকালে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। এদিন গ্রেফতার হওয়া সাতজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলাম।

তদন্তে উঠে এসেছে, আশুলিয়ায় ২০২৪ সালের ভয়াবহ ওই ঘটনায় পরিকল্পিতভাবে ছয়জনকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা এবং উদ্বেগ তৈরি হয়েছিল।

তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ১৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকার তৎকালীন পুলিশ সুপার, বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীরা।

তদন্ত সংস্থা বলছে, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যার মতো গুরুতর অভিযোগ আনা হবে। একই দিনে ট্রাইব্যুনালে আরও দুটি মামলার কার্যক্রমও চলে। মানবতাবিরোধী অপরাধের মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে তোলা হয়। একই সঙ্গে গুম সংক্রান্ত মামলায় উপস্থাপন করা হয় জিয়াউল আহসানকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ১ জুলাই

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আগামী ১ জুলাই।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কারাগারে আছেন। তাকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুই আসামি পলাতক।

পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।

গত ১২ মে এই মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই-বাছাই করে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিনই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।

পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে ১৬ জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দুটি সংবাদপত্রে। তবে তাঁরা আত্মসমর্পণ করেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত