ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান এনবিআরের আন্দোলনকারীরা

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান এনবিআরের  আন্দোলনকারীরা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এনবিআরের কাঠামোগত সংস্কার ও নেতৃত্বে পরিবর্তনের দাবিতে কর্মকর্তাদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাউন্সিলের সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাবদার বলেন, ‘এই মুহূর্তে, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমত খানকে অবিলম্বে অপসারণ ছাড়া কোনো কার্যকর সংস্কার সম্ভব নয়।’ সংবাদ সম্মেলনে কাউন্সিল ঘোষণা করে, তাদের পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আজকের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামীকাল থেকে দেশের সকল কাস্টমস ও কর অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। এছাড়া ওই দিন ‘এনবিআরের অভিমুখে মার্চ’ কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়েছে, যেখানে দেশব্যাপী আন্দোলনকারীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সংস্কার ও নেতৃত্ব পরিবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করছেন। এতে রাজস্ব আদায়ে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত