ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে বুধবার পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর থেকেই এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। এবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে নিজের অবস্থান জানান আমীরে জামায়াত। শফিকুর রহমান পোস্টে লেখেন, ৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।
এদিকে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করেনি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনে অগ্রণী ভূমিকা রাখা তারুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এ বিষয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।
আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়। এর মাধ্যমে যেন জনপ্রত্যাশা পূরণ হয়। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ ভুলে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন সেদিকে নজর দেওয়া উচিত। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের শাহ মোস্তফা রোডে দেওয়ান মঞ্জিলে মরহুম সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির আব্দুল মান্নান, সেক্রেটারি মো. ইয়াসির আলী, মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান, দেওয়ান কামরুজ্জামান শিবলী, দেওয়ান মাশকুরুজ্জামান ও দেওয়ান মুয়াজ উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের কবর জিয়ারত করেন জামায়াত আমির।
এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¡না দেন তিনি। এসময় ডা. শফিকুর রহমান বলেন, নাফিজা জান্নাত আনজুম হত্যার মর্মান্তিক সংবাদ ঢাকা থেকে শুনেছি। এ খবরে আমি অত্যন্ত মর্মাহত। আজ আমি দুটি কারণে মেয়েটির বাড়িতে উপস্থিত হয়েছি। মেয়েটির বাবার সঙ্গে আলাপ করেছি। নিষ্পাপ মেয়েটিকে হত্যা করে তার পরিবারের ওপর যে জুলুম করা হলো সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না।