ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া মানুষ নির্বাচন মানবে না

বললেন গোলাম পরওয়ার
সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া মানুষ নির্বাচন মানবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন দেশের মানুষ মানবে না। এ নিয়ে গ্রামে গ্রামে ঐক্য তৈরি হয়েছে।

তিনি বলেন, দৃশ্যমান সংস্কার সম্পন্ন করতে হবে। যারা বলেন ক্ষমতায় গেলে সংস্কার করবেন, তারা কীভাবে বুঝলেন তারা ক্ষমতায় যাবেন। গতকাল শনিবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু আচরণ জনগণের মধ্যে সন্দেহ তৈরি করেছে। নির্বাচনের আগে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ভিন্ন মত থাকা সত্ত্বেও আজকে আমরা এক হয়েছি। এর মাধ্যমে ইসলামের ঐক্যের সম্ভাবনা তৈরি করেছে। পীর চরমোনাইয়ের এ উদ্যোগ ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

জামায়াত নেতা বলেন, জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবো না। খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই ঘোষণা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সরকারের ভেতরে কোনও ফ্যাসিবাদী থাকতে দেওয়া হবে না। এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পুরো জুলাই মাস এবং ৮ আগস্ট পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, দোয়া মাহফিল, গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে জামায়াতে ইসলামীর কর্মসূচি শুরু হবে। ওই দিন গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্বের শিকার হওয়া ব্যক্তিদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান হবে।

২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। আর ৮ থেকে ১৫ জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করবেন জামায়াতের নেতা-কর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত