ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক ও গঠনমূলক করা নিয়ে আলোচনা হয়। গতকাল রাত ৮টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানান।

শফিকুল আলম ফেসবুকে লিখেন- আজ (গতকাল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে নানাভাবে সহযোগিতা করে আসছে। সরকার সংস্কারমূলক বেশ কিছু কাজ আঞ্জাম দিচ্ছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে সহযোগিতা করছে। এছাড়া আগামী নির্বাচন আয়োজনেও সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রধান উপদেষ্টা জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি উদ্বোধন করবেন আজ : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও মূল্যায়ন দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। শহিদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এই বৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়েও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই ধারাবাহিক কর্মসূচির প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’। রাজধানীর তেজগাঁওয়ে ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের করবী হলে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনেই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। একইসঙ্গে জাতীয়ভাবে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’ উদ্বোধন ঘোষণা করা হবে। এই আয়োজন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে কলেজ প্রাঙ্গণে বড় পর্দা বা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত