ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে, বেড়ে গেলে কঠিন হতে পারে’

‘ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে, বেড়ে গেলে কঠিন হতে পারে’

ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। কিন্তু ডেঙ্গু যদি বেড়ে যায় তাহলে হয়তো একটু ক?ঠিন হতে পারে। গতকাল মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে চীনের পক্ষ থেকে ‘ডেঙ্গু কম্বাইন্ড কিট হস্তান্তর’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সায়েদুর রহমান বলেন, ‘যে জায়গাগুলোতে ডেঙ্গুর হটস্পট হচ্ছে, সেখানে আমরা স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি। আমাদের প্রস্তুতি আছে, কিন্তু ডেঙ্গু যদি বেড়ে যায়— তাহলে হয়তো একটু কঠিন হতে পারে। আমরা যে পরামর্শ দিচ্ছি, সেগুলো মেনে চললে ডেঙ্গু সহনীয় পর্যায়ে থাকবে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে (দেশে) চারটা ভাইরাসের সংক্রমণ রয়েছে। সাধারণ রোগ ভেবে অনেকেই বাসায় থাকছেন। দেরিতে হাসপাতালে আসা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে জটিল করে দিচ্ছে। তারা যদি দ্রুত পরীক্ষা করে নেন, সেটা আমাদের চিকিৎসা ব্যবস্থায় অনেক সহায়ক হয়। আমাদের ডিটেকশন কিট যথেষ্ট আছে। যেটুকু গ্যাপ আছে, সেটা আমরা পূরণের চেষ্টা করছি। তারপরও এটা মূলত প্রিভেন্টিভ মেজরের ওপর নির্ভর করে, যেমন- মানুষের সতর্কতা এবং দ্রুত হাসপাতালে আসা, অথবা চিকিৎসকের সহায়তা নেওয়া।’

যেকোনো ধরনের ব্যর্থতার ফল চূড়ান্তভাবে স্বাস্থ্যের ওপর পড়ে উল্লেখ করে সায়েদুর রহমান বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করছি না। তবে যেকোনো ধরনের ব্যর্থতার ফল চূড়ান্তভাবে স্বাস্থ্যের ওপর পড়ে। ডেঙ্গুর প্রাথমিক ইন্টারভেনশন হচ্ছে ভেক্টর কন্ট্রোল। প্রাইমারি ভেক্টর কন্ট্রোল যখন ফেল করে, তখন আমরা চোখে দেখতে পারি, হাসপাতালে রোগী আসা ও তাদের মৃত্যু।’

তিনি বলেন, ‘শুধু ডেঙ্গুর ক্ষেত্রে নয়, বেশিরভাগ রোগের ক্ষেত্রে প্রাইমারি ফোকাস যে কারণে, যেমন- বাতাসের মান খারাপ হলে রেসপারেটরি ইনফেকশন হবে, পানির মান খারাপ হলে গ্যাস্ট্রাইটিস হবে। একইভাবে ভেক্টর কন্ট্রোল ফেইলিউরের কারণে ডেঙ্গু হবে।’

জুলাইয়ের তিন দিনে হাজারেরও বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে : জুলাই মাসের তিন দিনে মোট ১ হাজার ১৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন তিনজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৫০ জনই বরিশাল বিভাগে সিটি কর্পোরেশন এলাকার বাইরে। আর এই সময়ের মধ্যে মারা গেছেন একজন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৪৫৬ জন।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যারমধ্যে ঢাকায় ৩৫১ জন, বাকি ৯৭৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন মারা গেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত