
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, প্রস্ততি ও পর্যবেক্ষণের বিষয়ে নির্বাচন কমিশনে বৈঠক করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ টিম।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন’ নামে আট সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুই ধাপে বৈঠক করেন।
ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খান বলেন, নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সামনে নির্বাচনে ইইউ পর্যবেক্ষণ টিম পাঠাবে কি না, তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা, পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে সফররত এ প্রতিনিধিদল।
ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করছে। ইসির এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপও তুলে ধরা হয়।
প্রবাসী ভোটের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত জানানো হবে : প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে দ্রুত জানাবে ইসি। গতকাল সোমবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির নবনিযুক্ত জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেবো, প্রবাসী ভোটাররা কিভাবে রেজিস্ট্রেশন করবে, তার একটা মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটা অনুমোদনের জন্য আমরা কমিশনে দিয়েছি। বিকেলের মধ্যে অনুমোদন পেয়ে যাবো আশা করছি। অনুমোদন পেলেই জানানো হবে।
জনসংযোগ পরিচালক বলেন, প্রবাসীদের ভোটপদ্ধতি কি রকম হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছি, এ বিষয়টার ব্যাপকভাবে প্রচাররের দরকার হবে। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারণা পাবেন, তত বেশি ক্লিয়ার হবেন। এ বিষয়ে ব্যাপকভাবে যাতে প্রচার হয় সে প্রত্যাশা আমাদের। ইসির অনুমোদনের পর পলিসিটা জানিয়ে দেবো আমরা।
এ সময় ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হকও উপস্থিত ছিলেন।