ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কাশ্মীরে ওয়াকফ নিয়ে বৈঠকে বাধা

কাশ্মীরে ওয়াকফ নিয়ে বৈঠকে বাধা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হুরিয়ৎ নেতা মীরওয়াইজ ওমর ফারুকের উদ্যোগে ধর্মীয় নেতাদের বৈঠকে বাধা দিল জম্মুকাশ্মীর পুলিশ। গত বুধবার শ্রীনগরে মীরওয়াইজ ওমর ফারুকের বাড়িতে ওই বৈঠকে ওয়াকফ আইনের খুঁটিনাটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই বৈঠকে যোগ দিতে জম্মুকাশ্মীর ও লাদাখের ধর্মীয় নেতারা শ্রীনগর এসেছিলেন বলে জানিয়েছেন ওমর ফারুক। তার উদ্যোগে ওই বৈঠকের আয়োজন করেছিল বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত সংগঠন মুত্তাহিদা মজলিস উলেমা (এমএমইউ)।

পুলিশি আচরণের নিন্দা করে ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ধর্মীয় নেতারা একত্র হয়ে ওয়াকফ আইন নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। শান্তিপূর্ণভাবে। এটা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। অথচ সেই বৈঠকও পুলিশ হতে দিল না। তার বাড়ি ঘিরে রাখা হলো। অথচ এই আইন প্রণয়নের আগে সংসদের উভয় কক্ষে বিলটি আলোচিত হয়েছে। সবাই তাদের মতামত জানিয়েছেন। সেই আলোচনার অধিকার তাদেরও রয়েছে।

ওমর ফারুক বলেন, এই আইনের বিরোধিতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ভূমিকা নিয়েছে তারা তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন।

মীরওয়াইজ ওমর ফারুক বলেছেন, এই আইনের বিরোধিতায় তারা একটি প্রস্তাব গ্রহণ করবেন। আগামীকাল শুক্রবার নামাজের পর প্রতিটি মসজিদ থেকে সেই প্রস্তাবের সিদ্ধান্ত প্রচার করা হবে। গত সোমবার জম্মুকাশ্মীর বিধানসভায় ওয়াকফ আইন নিয়ে আলোচনার অনুমতি স্পিকার দেননি। সে নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত। ওমর ফারুক ওই বিষয়ে স্পিকার আবদুল রহিম রাথেরের সমালোচনা করেছেন। জম্মুকাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স ও বিরোধী দল পিডিপি ঠিক করেছে, ওয়াকফ আইনের বিরোধিতায় আলাদা আলাদাভাবে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করবে। এ নিয়ে এরই মধ্যেই ১৫টি মামলা রুজু হয়েছে। ১৬ এপ্রিল সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি শুরু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত