রমজানের প্রস্তুতি হিসেবে দিনক্ষণ গণনা ও শাবান মাসের হিসেব রাখা সুন্নত। প্রকৃত অর্থে এটি রমজানকে বিশেষভাবে মূল্যায়নের নিদর্শন। আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের (দিন-তারিখের হিসেবের) প্রতি অন্য মাসের তুলনা বেশি খেয়াল রাখতেন।’ (সুনানে আবি দাউদ : ২৩২৫)। এমনকি তিনি শাবানের হিসেব রাখতে নির্দেশও দিয়েছেন; যেন রমজান আসার বিষয়ে সন্দেহ না হয়। তিনি বলতেন, ‘তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসেব রাখ।’ (সিলসিলাতুস সহিহাহ : ২/১০৩)। শাবান মাসে রাসুলুল্লাহ (সা.) অধিকহারে রোজা রাখতেন। উম্মতকেও এর প্রতি উৎসাহিত করেছেন। আয়েশা (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-কে কখনও রমজান ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখিনি। শাবান মাসে তিনি অনেক রোজা রাখতেন। বছরের অন্য কোনো মাসে এরূপ করতেন না।’ (বোখারি : ১৬৮৬)।
* তাবাসসুম মাহমুদ