বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে মো. তরিকুল (১৭) নামে বাংলাদেশি এক তরুণের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী ফুলতলীতে এ ঘটনা ঘটে। আহত তরুণ কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারকূপ ইউনিয়নের মৈষকুম এলাকার আহাম্মদ রশিদের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুরের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ফুলতলী সীমান্ত পিলার ৪৮-এর নো-মেন্সল্যান্ড এলাকা দিয়ে মিয়ানমার থেকে চোরাই গরু আনতে গেলে স্থল মাইন বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তরিকুলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। কক্সবাজারের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।