ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একদিনে তিন দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একদিনে তিন দুর্ঘটনা

গতকাল শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একাধিক সড়ক দুর্ঘটনায় রূপ নেয় এক প্রাণঘাতী ফাঁদে। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন, যান চলাচল ব্যাহত হয়েছে এবং মানুষের মনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। প্রথম ঘটনা মাওয়া রেলওয়ে স্টেশনের পাশে সকাল ১০ ঘটিকায় একটি স্কুটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। প্রচণ্ড আঘাতে স্কুটির আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দ্বিতীয় দুর্ঘটনা পদ্মা সেতুর উত্তর থানার খানবাড়ি চৌরাস্তায় সাড়ে ১১ ঘটিকায় একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে ১৫ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তৃতীয় ঘটনা কেওয়াটখালী ব্রিজ-২ এর কাছে বিকাল সাড়ে ৩ ঘটিকায় এক মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

একই দিনে এক্সপ্রেসওয়েতে পরপর তিনটি দুর্ঘটনা ঘটায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে নিরাপদ এক্সপ্রেসওয়ে কবে হবে? কর্তৃপক্ষের নজরদারির অভাব ও গাড়ির বেপরোয়া গতিই এসব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, প্রতিটি দুর্ঘটনার খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত