অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, পরিবেশের বিপর্যয় হলে আপনার মৃত্যু তরান্বিত হবে। পরিবেশের অধিকারের সঙ্গে আপনার জীবনের অধিকার একাকার হয়ে গেছে। আপনার এখানে যদি পরিবেশ বিপন্ন হয়, তাহলে আপনার জীবনও বিপন্ন হবে।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ. কে. খান আইন অনুষদের মিলনায়তনে আয়োজিত ন্যাশনাল ল অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান বলেন, যখন দেখি আমাদের আশপাশের কারো স্বজনের শ্বাস কষ্ট হচ্ছে, পলিথিনের কারণে নদী বিপন্ন হচ্ছে ও তার নাব্যতা হারাচ্ছে, কালো ধোঁয়ার কারণে আমার দেশের জনগণ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, মৃত্যুর মুখে ঢলে পড়ছে—তখনই আমরা উপলব্ধি করতে পারি, পরিবেশ আমাদের দেশের জন্য কত বড় গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারে।