ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল

আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অনেক দাবি-দাওয়া এসেছে। বেতন-ভাতা, সরকারিকরণ, জাতীয়করণ এসব বিষয় নিয়ে হয়েছে হুলস্থুল। কিছু কিছু জায়গায় সরকার প্রতিশ্রুতিও দিয়েছে।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবিসি বাংলার কাছ থেকে প্রশ্ন করা হয়েছিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে। তার কাছে প্রশ্ন রাখা হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা করবেন। এটাতে অতিরিক্ত যে ব্যয়টা হবে, এটা কীভাবে সমাল দেবেন। এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি, এটা একেবারেই নয়, এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে। পে-কমিশন করে সামনে পে-বাড়াব, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে-কমিশন করবে, এর আগে ২০১৫ সালে পে-কমিশন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত