কিয়ার স্টারমার অন্য বিশ্বনেতাদের এইচআইভি পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। তিনি প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জি-৭ নেতা, যিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে এই পরীক্ষা করেছেন। স্টারমারের কার্যালয় সোমবার একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায়, যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী গত শুক্রবার ডাউনিং স্ট্রিটে একটি দ্রুত পরীক্ষার কিট ব্যবহার করে নিজেই পরীক্ষা করছেন। এটি ছিল সপ্তাহব্যাপী একটি জাতীয় উদ্যোগের অংশ, যার মাধ্যমে জনগণকে এইচআইভি পরীক্ষা নিতে উৎসাহিত করা হচ্ছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ) অনুমান করছে, ইংল্যান্ডে আনুমানিক চার হাজার ৭০০ মানুষ না জেনে এইচআইভি আক্রান্ত অবস্থায় জীবন যাপন করছে। তাদের শনাক্ত করতে পরীক্ষার হার বাড়ানোকে গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে। স্টারমার গত ডিসেম্বর ঘোষণা দেন, তার সরকার ২০৩০ সালের মধ্যে ইংল্যান্ডে নতুন করে এইচআইভি সংক্রমণ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য কী কী পদক্ষেপ নেয়া হবে, তা নির্ধারণ করে একটি নতুন ‘এইচআইভি কর্মপরিকল্পনা’ চলতি বছর প্রকাশ করা হবে। পরীক্ষা সম্পন্ন করার পর কিয়ার স্টারমার ব্রিটেনের মেট্রো পত্রিকাকে বলেন, ‘এখন আমার কাজ হলো বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী ও নেতাদের সঙ্গে আলোচনা করা এবং বলা, আপনাদেরও নিজ নিজ দেশে এটি করা উচিত।’