ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই যোদ্ধারা গণতন্ত্র ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন

কক্সবাজারে সংস্কৃতি উপদেষ্টা
জুলাই যোদ্ধারা গণতন্ত্র ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই যোদ্ধারা গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকার তাদের এই অবদানের স্বীকৃতি দিচ্ছে। তিনি বলেন, জুলাই-আগস্ট স্মৃতি জাদুঘর করবে সরকার। এর মূল উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ের বীরত্বের গল্প এবং শোকগাঁথা সংরক্ষণ। যাতে ৫০ বছর পরে গিয়েও পরবর্তী প্রজন্ম জানতে পারে কি হয়েছিল, তারা যেন বুঝতে পারে কি করা যাবে, কি করা যাবে না। এতে আর কোনো দিন এরকম খুনির আবির্ভাব হবে না। শনিবার বিকালে কক্সবাজারের পেকুয়ায় চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা শহিদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পেকুয়ায় শহিদ ওয়াসিমের বাড়িতে যান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর আগে পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পেকুয়া উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে আহত যোদ্ধাদের হাতে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকার চেক তুলে দেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী ও উপজোলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম। সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই চট্টগ্রামের ষোলশহরে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী ওয়াসিম আকরাম। ওয়াসিমের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার এবং স্থানীয়রা। মারা যাওয়ার দশ মাস পরেও তার স্মৃতি আঁকড়ে কাঁদছে পরিবার। মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর স্মারক সংগ্রহের উদ্দেশে জুলাই শহিদদের বাড়ি পরিদর্শনে যাচ্ছেন সাংস্কৃতিক উপদেষ্টা। আগামী এক থেকে দেড় মাস এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত