প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা দেশে ঠিক মতো চিকিৎসাসেবা পান না। তাই তাদের টাকায় একটি হাসপাতাল নির্মাণ করা হবে। যার মালিক হবে প্রবাসীরা। গতকাল শনিবার বিকেলে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে। ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে। তিনি বলেন, এসএসসি পরীক্ষার পর ৩-৬ মাস শিক্ষার্থীরা অবসর সময় পার করে। সেই সময়কে কাজে লাগাতে ও শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে ৬ হাজার শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন কোর্স চালু করা হয়েছে।