ঢাকা আহ্ছানিয়া মিশনের ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) পরিচালিত Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) এর মাধ্যমে ২০২৪-২০২৫ অর্থবছরে বরগুনা সদর উপজেলার আটটি ইউনিয়নে ১০৫টি জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের ২২০০ জন উপকারভোগীর মধ্যে ১২ হাজার ৮০০টি ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় তৃতীয় ধাপের প্রথম দিন গত ২১ জুন ২০২৫ বরগুনা জেলার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে RHL প্রকল্পের ১২টি জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের ২৭৪ জন উপকারভোগীর মধ্যে এক হাজার ৬৪৪টি (নিম, আম, কৎবেল, সফেদা, নারিকেল ও পেয়ারা) গাছের চারা বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RHL প্রকল্পের কো-অর্ডিনেটর (কৃষি) ও ফোকাল পার্সন কৃষিবিদ মো. নিয়ামুল কবীর। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আমিনুল হক, বরগুনা সদর ব্রাঞ্চ ম্যানেজার মো. খলিলুর রহমান, বরগুনা RHL প্রকল্পের স্টাফ এবং এলাকার উপকারভোগী। প্রধান অতিথি বলেন, পরিবেশের স্বাভাবিক প্রয়োজন এবং সভ্যতা বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের ধংসাত্মক বাতাসের আঘাত থেকে রক্ষায় এই গাছগুলো প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করবে। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা ও কার্বন নিঃসরণের বিপরীতে টিকে থাকার অন্যতম উপায়ও হচ্ছে বৃক্ষরোপণ। ডিএফইডি’র এ বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান। ডিএফইডি বরগুনা জেলার সদর উপজেলায় জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য উপযুক্ত আবাসন এবং জীবিকায়নে সহায়তা প্রদানের লক্ষ্যে Green Climate Fund (GCF) এর আর্থিক সহায়তায় পিকএসএফ- এর Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পটির মাধ্যমে উপকূলীয় বরগুনা সদর উপজেলার ২৬৬৬ অতিদরিদ্র মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। প্রকল্পটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে: উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন সহনশীল বাড়ি নির্মাণ/পুনঃনির্মাণ/বসতভিটা উঁচুকরণ, কাঁকড়া হ্যাচারি স্থাপন ও কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ, মাঁচা পদ্ধতিতে ছাগল/ ভেড়া পালন, বসতবাড়ির আঙিনায় লবণাক্ততা সহনশীল সবজি চাষ, বাড়ীর আঙিনায় এবং কাঁকড়া ঘেরে ম্যানগ্রোভ বনায়ন ইত্যাদি।