বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নিবাচন প্রত্যশা করে জাপান। দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক বৈঠক শেষে একথা জানান।
গতকাল রোববার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত।
ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর কীভাবে নির্যাতন করা হয়েছে, অফিস বন্ধ করা হয়েছে, নেতাদের ফাঁসিসহ বিভিন্ন জুলুম নির্যাতন, আয়নাঘরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এছাড়া শিল্প-বাণিজ্য, ব্যবসায় কীভাবে দুইদেশ দ্বীপাক্ষিকভাবে কাজ করবে বা লাভবান হবে, সেই বিষয়ে কথা হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ বিষয়ে দ্রুতই দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও জানান তিনি।