ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ভবিষ্যৎ ক্রীড়াবিদ খুঁজতেই প্রতিভা অন্বেষণ

ভবিষ্যৎ ক্রীড়াবিদ খুঁজতেই প্রতিভা অন্বেষণ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনে করেন প্রতিভা অন্বেষণই একমাত্র উপায় যার মাধ্যমে আমারা ভবিষ্যৎ ক্রীড়াবিদদের খুঁজে পাব। যারা পৃথিবীর বুকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে। তিনি বলেছেন, প্রশিক্ষণ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলা হবে। গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে ‘অনূর্ধ্ব-১৬ ক্রীড়া অন্বেষণ কর্মসূচি ২০২৪-২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এমন আশাবাদের কথা জানান।

কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন প্রায় ৫০০ উদীয়মান খেলোয়াড়। প্রাথমিক বাছাই শেষে ১০টি ইভেন্টে ১৬২ জন প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করা হয়, যার মধ্যে ৮৯ জন বালক ও ৭৩ জন বালিকা। সমাপনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, প্রতিবছর অন্বেষণ করে আনা প্রতিভারা যেন হারিয়ে না যায়, সেজন্য একটি সেন্ট্রাল ডেটাবেজ তৈরি করা হয়েছে। সেইসঙ্গে খেলোয়াড়দের নিয়মিত মূল্যায়নের জন্য প্রতি ৬ মাস অন্তর পুনঃমূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ফেডারেশনগুলোর মাধ্যমে সঠিক পরিচর্যা করা সম্ভব হয়। তিনি আরও বলেন, যেসব প্রশিক্ষণার্থী আর্থিকভাবে অস্বচ্ছল, তাদের ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। উপদেষ্টা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও কিভাবে বৃদ্ধি করা যায় এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায় সে বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। দশটি ক্রীড়া ক্ষেত্রে যারা প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বাছাই হয়েছেন তাদেরকে স্ব স্ব ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে আরো বেশি প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে আগামীদিনের জন্য প্রস্তুত করা হবে। প্রতি ছয় মাস পর পর ফেডারেশনের মাধ্যমে বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন করা হবে। প্রশিক্ষণের প্রগ্রেসের উপর ভিত্তি করে তাদের ভবিষ্যতের ক্যারিয়ার পাথ নির্ধারণ করা হবে। অনুষ্ঠানে ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গনে উদীয়মান প্রতিভা অন্বেষণের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশীয় ক্রীড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত