ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঈশ্বরগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালতির পানিতে পড়ে মাহির নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটী গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, কয়েকদিন আগে বাবা মায়ের সঙ্গে নানাবাড়ি কাকনহাটী নানা লাল মিয়ার বাড়ি বেড়াতে আসে মাহির। নিহত মাহির দড়িবৃ গ্রামের মিজানুর রহমানের একমাত্র সন্তান। গতকাল বাড়ির উঠানের এককোণে টয়লেটের জন্য বালতি ভরে রাখা হয়। খেলা করার সময় সবার চোখের অলক্ষে সেই বালতির মধ্যে পড়ে যায় মাহির। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত