
রাজধানীতে তিনজন, রাজশাহীতে চারজন, চট্টগ্রাম একজন ও মাগুরায় একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার নয়জনের মৃত্যু হয়।
ঢাকায় শিক্ষার্থীসহ নিহত দুই : রাজধানীর মালিবাগসংলগ্ন মৌচাক উড়ালসড়কে বৃহস্পতিবার ভোরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ওরফে আশিক (২১) ও সিএনজিচালিত অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন ইয়াসিন। এ সময় তিনি গুরুতর আহত হন। অন্যদিকে সংঘর্ষে অটোরিকশার ভেতরে গুরুতর আহত হন চালক নয়ন।
রমনা থানার পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে রক্তাক্ত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে অটোরিকশাচালক নয়নকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইয়াসিনের ফুফা জাহাঙ্গীর আলম বলেন, ‘সে (ইয়াসিন) থার্টি ফাস্ট নাইট উদ্যাপন করতে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। এরপর রাতে আর বাসায় ফেরেনি। সকালে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে জানতে পারি, ইয়াসিন বেঁচে নেই।’ ইয়াসিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) করছিলেন। তিনি মা-বাবার সঙ্গে রাজধানীর দক্ষিণ মুগদায় থাকতেন। তার বাবার নাম জহিরুল ইসলাম। নয়ন সপরিবার রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।
খিলগাঁও উড়ালসড়কে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত : রাজধানীর খিলগাঁও উড়ালসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মো. রুবেল হক। তিনি রাজারবাগ পুলিশ লাইনসের নায়েক ছিলেন। বৃহস্পতিবার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে রুবেল হক রাজারবাগ পুলিশ লাইনসে তার কর্মস্থল থেকে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নন্দিপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় খিলগাঁও উড়ালসড়কে বেপরোয়া গতির একটি কার্ভাড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ওসি মো. শফিকুল ইসলাম আরও বলেন, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সড়কের ওপর কাভার্ড ভ্যান ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে খিলগাঁও থানায় নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, রুবেল সিরাজগঞ্জ সদরের কান্দারপাড় এলাকার মো. মুনসুর সর্দারের ছেলে।
রাজশাহীতে বাজারের ভেতর বালুবাহী ট্রাক উল্টে নিহত চার : রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঝলমলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (২৬), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক, বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে মো. সেন্টু (৪০) ও রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ইসলাম আলী (৬২)। আহত ব্যবসায়ী রাহেনুল ইসলামের (৪২) বাড়ি পুঠিয়ার বানেশ্বরের খুঁটিপাড়া গ্রামে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঝলমলিয়া বাজারে কলা কিনতে গিয়েছিলেন। হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, রাহেনুলের দুই পা কাটা পড়েছে। ডান হাতে গুরুতর জখম। তার অবস্থা আশঙ্কাজনক। ওসি মোজাম্মেল হক বলেন, ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি বালুঝোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলেই তিনজনের লাশ পায়। লাশ তিনটি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পুলিশ সদস্যরা যাওয়ার আগেই মুনকের প্রামাণিকের লাশ তার স্বজনেরা বাড়িতে নিয়ে যান।
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কড়িয়ার দীঘি পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম আদিল (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে হাটহাজারী পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দীঘির পাড়ের প্যারেন্টস ফিলিং স্টেশন সংলগ্ন চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদিল রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের আব্দুল করিম মাস্টার বাড়ির আবু বক্করের ছেলে।
নিহতের প্রতিবেশী তসলিম জানান, আদিল এবং তার চাচাতো ভাই সামির হাটহাজারী বাজার থেকে ব্যাডমিন্টন খেলার র্যাকেট মেরামত করে রাউজানের নিজ বাড়িতে ফিরে আসার সময় তাদের বাইকের সামনে উল্টোপথে আসা একটি বাইকের সংঘর্ষ হয়। এতে বাইক চালক আদিল গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে পৌর সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আদিলকে মৃত ঘোষণা করেন।
মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত : পরিবহন চাপায় মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর এলাকায় জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলার কচুন্দী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান বলেন, সকালে প্রচন্ড কুয়াশা থাকায় দ্রুতগতির বেশ কয়েকটি যানবাহন লাশটির ওপর দিয়ে চলে যায়। এতে লাশটি সড়কের সাথে পিষে যায়। যে কারণে তার পরিচয় প্রথমে জানতে বেগ পেতে হয়েছে। পরে তার শরীরে থাকা বিভিন্ন পোশাক দেখে পরিচয় নিশ্চিত করা হয়েছে।