শিল্পায়নের ফলে দেশে রাসায়নিক দ্রব্যের আমদানি এবং ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি অথবা পরিবহনের সময় কাস্টমস অথবা বাংলাদেশ পুলিশ কর্তৃক রাসায়নিক দ্রব্যকে সঠিক ভাবে চিহ্নিতকরণের লক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এ Sample পাঠানোর প্রয়োজন পড়ে। এছাড়াও অনেক সময় আমদানিকৃত রাসায়নিক দ্রব্যের কন্টেইনারে রাসায়নিক দ্রব্যের রাসায়নিক নাম, Chemical Abstracts Service (CAS) রেজিষ্ট্রেশন নম্বরযুক্ত থাকে না বিধায় কাস্টমস অথবা পুলিশ কর্তৃক তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সনাক্ত করা সম্ভব হয় না। এ প্রেক্ষিতে কাস্টমস ও পুলিশ কর্মকর্তাদের এ ধরণের ঝধসঢ়ষব সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণের জন্য বিএনএসিডব্লিউসি এবং বিসিএসআইআর এর যৌথ আয়োজনে ‘Sample Collection Procedure for Identification of most Traded Schedule Chemicals’ শীর্ষক একদিনের একটি প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিসিএসআইআর, এলিফ্যান্ট রোডে আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ পুলিশের ১০ জন এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১০ জনসহ মোট সর্বমোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সব সমস্যা ও সমাধানের উপায়ের উপর ধারণা দেয়া হয়। এই আয়োজন ভবিষ্যতে রাসায়নিক দ্রব্য আমদানি এবং এ সংক্রান্ত ঝুঁকিরোধে কার্যকরী ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী গণ মত প্রকাশ করেন। প্রশিক্ষণ শেষে বিএনএসিডব্লিউসি এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের পক্ষ থেকে সদস্য সচিব, কমডোর মোহাম্মদ মহব্বত আলী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি