ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বসবাসযোগ্য শহরের তালিকায় ৩ ধাপ পিছিয়ে ১৭১তম অবস্থানে ঢাকা

বসবাসযোগ্য শহরের তালিকায় ৩ ধাপ পিছিয়ে ১৭১তম অবস্থানে ঢাকা

বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় তিন ধাপ পিছিয়েছে ঢাকা। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৫ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে বাংলাদেশের এই রাজধানী শহর ১৭১ তম অবস্থানে রয়েছে। এই তালিকায় ঢাকার পরেই ১৭২তম অবস্থানে রয়েছে লিবিয়ার রাজধানী লিবিয়া। আর বসবাসযোগ্য শহরের তালিকায় সর্বনিম্ন ১৭৩তম অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। ঢাকার আগে ১৭০ ও ১৬৯তম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও আলজেরিয়ার আলজিয়ার্স। মোট ৪১.৭ পয়েন্ট নিয়ে ১৭১তম অবস্থানে থাকা ঢাকার পাঁচটি মানদণ্ডে স্কোর যথাক্রমে- স্থিতিশীলতা ৪৫, স্বাস্থ্যসেবা ৪১.৭, সংস্কৃতি ও পরিবেশ ৪০.৫, শিক্ষা ৬৬.৭ এবং অবকাঠামো ২৬.৮।

অন্যদিকে, এবারের তালিকায় সবচেয়ে বাসযোগ্য শহরের শীর্ষে উঠে এসেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এর আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা টানা তিন বছর শীর্ষ অবস্থানে ছিল। কোপেনহেগেন স্থিতিশীলতা, অবকাঠামো ও শিক্ষায় পূর্ণ ১০০ নম্বর পেয়েছে।

এছাড়া স্বাস্থ্যসেবায় ৯৫.৮ এবং সংস্কৃতি ও পরিবেশে ৯৫.৪ স্কোর করেছে। সব মিলিয়ে শহরটির মোট স্কোর দাঁড়িয়েছে ৯৮। তালিকার শীর্ষস্থানগুলো দখলে রেখেছে মূলত পশ্চিম ইউরোপের শহরগুলো। আর নিচের দিকটা দখল করে আছে যুদ্ধ ও সংকটে থাকা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার শহরগুলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত