
ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আধুনিক বাস সেবা নিশ্চিত করতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত ‘Preparedness for Bus Sector Reform of Dhaka City’ শীর্ষক এক কর্মশালা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওস্থ ডিটিসিএ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান। অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন যে- ঢাকার পরিবহন খাতে বিচ্ছিন্ন কোনো সমাধান নয়, বরং একটি শক্তিশালী আইনি কাঠামোর মাধ্যমে আমূল সংস্কার নিশ্চিত করা হবে।
তিনি জানান- বর্তমানে ‘বাস পরিবহন সেবা পরিচালনা ও বিশেষ অধিকার (রুট ফ্র্যাঞ্চাইজ) আইন’-এর খসড়া চূড়ান্ত করার কাজ চলছে, যার লক্ষ্য হলো অপারেটরদের মধ্যকার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে যাত্রীসেবার মান বিবেচনায় কোম্পানিভিত্তিক সেবা নিশ্চিত করা। এছাড়া, ডিটিসিএ-এর পরিকল্পনার বাইরে পৃথকভাবে কোনো রুট পারমিট অনুমোদন না দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। ডিটিসিএ আয়োজিত এই কর্মশালায় ঢাকা মহানগরীতে গণপরিবহন পরিচালনা ও ব্যবস্থাপনা (Operation & Management), ব্যবস্থাপনায় ই-টিকেটিং ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির প্রয়োগ (Financial Management & Technology), টেকসই, শৃঙ্খলাপূর্ণ গণপরিবহনের লক্ষ্যে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান-সংস্থাগুলোর ভূমিকা ও আইনি কাঠামো (Regulatory & Policy Framework) এবং ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা আনয়নের মূল চ্যালেঞ্জগুলো (Key Challenges) এই ৪টি বিষয়ে অংশগ্রহণকারীদের সমন্বয়ে গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে সুপারিশ প্রণয়ন করা হয়েছে যা সংকলন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি