ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৩৩জন এসিস্ট্যান্ট একাউন্ট্যান্ট জেনারেল (এএজি) পদে নিয়োগকৃত কর্মকর্তাদের আইসিবির কার্যক্রম সম্পর্কে হাতে কলমে ধারণা লাভের উদ্দেশে ‘বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে আইসিবির ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আইসিবির প্রধান কার্যালয়ে গতকাল সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এ ছাড়াও আইসিবির ৩টি সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তারাসহ কর্পোরেশনের মহাব্যবস্থাপকরা প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত