
এবার দেশের এক কোটি উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিলেন কোচ কাঞ্চন। গত শনিবার রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন ‘বিজনেস ব্রেক-থ্রু সামিট ২০২৫’-এ দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় কোচ কাঞ্চন বলেন, ‘আমরা কেবল দেশজুড়ে উদ্যোক্তা তৈরিতেই সীমাবদ্ধ নই। আমাদের মূল লক্ষ্য, একটি হ্যাপিয়ার, হেলদিয়ার ও বেটার ওয়ার্ল্ড গড়ে তোলা এবং উদ্যোক্তাদের উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখা। দেশে ১০ লাখ দক্ষ উদ্যোক্তা গড়ে তোলার উদ্দেশে আমাদের একাডেমির যে যাত্রা ছিল, তা আজ বাস্তব। এবার আমাদের লক্ষ্য এক কোটি মানুষের মাঝে হ্যাপিনেস ছড়িয়ে দেওয়া।’
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত বিজনেস ব্রেক-থ্রু সামিট ২০২৫-এ অংশ নেন সফল ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, কর্পোরেট লিডার, ইউনিভার্সিটি প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিজনেস মেন্টর, ইনফ্লুয়েন্সার, ভিশনারি লিডারসহ ৩ হাজারেরও বেশি উদ্যোক্তা। নানা বিষয়ে সেশন, লার্নিং মডেল এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি পরিণত হয় দেশের উদ্যোক্তা অঙ্গনের সবচেয়ে প্রাণবন্ত উৎসবে। সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রকমারি নাম্বার ওয়ান বেস্টসেলার কোচ কাঞ্চন তার সপ্তম বই ‘মার্কেটিং ম্যাজিক’-এর মোড়ক উন্মোচন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি