ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সর্বোচ্চ দাম ছাড়াল বিটকয়েন

সর্বোচ্চ দাম ছাড়াল বিটকয়েন

সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ড ১ লাখ ২৫ হাজার ডলার ছাড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন। বিশ্বের বাজারমূল্য অনুযায়ী, গতকাল রোববার নতুন রেকর্ড ছুঁয়েছে বিটকয়েনের দাম এবং জিএমটি সময় অনুসারে সকাল ৫টা ১২ মিনিটে প্রায় দুই দশমিক সাত শতাংশ বেড়ে বিটকয়েনের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৪৫.৫৭ ডলারে। এর আগে, এ বছরের আগস্টের মাঝামাঝি সময়ে বিটকয়েনের দাম হয়েছিল ১ লাখ ২৪ হাজার ৪৮০ ডলার। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুকূল নিয়মনীতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা বিটকয়েনের দাম বেড়ে যাওয়ায় সহায়ক ভূমিকা রেখেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত