
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ‘আমাদের পাঠশালা’-এর অনুকূলে তিন লাখ টাকার অনুদানের চেক প্রদান করেছে মধুমতি ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাহনেওয়াজ চৌধ্রুী আমাদের পাঠশালার চেয়ারম্যান আবুল হাসান মুহম্মদ শহীদুল ইসলামের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় মধুমতি ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি