
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. খোরশেদ আলম। তিনি লিটল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টিমেট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক।
সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এক্সটল (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিলুর রহমান। বিসিসিসিআইয়ের তিন জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চায়না গোল্ডভিউ রিসোর্স কোম্পানির এমডি হান জিংচাও, ইনভেস্টরস সার্ভিস কোম্পানির চেয়ারম্যান এজেডএম আজিজুর রহমান এবং শ্লিড প্রো ইন্টিগ্রেটেড সিকিউরিটির এমডি জিএম কামরুল ইসলাম।
চার সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইউনিভেঞ্চারস লিমিটেডের এমডি মো. হাফিজুর রহমান খান, হুইসিদা ইন্টারন্যাশনাল বিডির এমডি চাও চোংচোং, এআরকে কনসালট্যান্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এমডি খন্দকার আতিকুর রহমান এবং এমথ্রি গ্রুপের স্বত্বাধিকারী মাসুদ আলী খান। নাজিবা বিজনেস সলিউশনসের চেয়ারপারসন নাসিমা জাহান বিজলী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ২৪ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গত ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এর আগে ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে মো. খোরশেদ আলমের নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বিসিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সংগঠনের প্রশাসক নারগিস মুরশিদা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত মার্চে বাণিজ্য মন্ত্রণালয় তাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছিল।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ফারহান আহমেদ খান (স্পোর্টস ওয়ার্ল্ড), তালুকদার মো. জাকারিয়া হোসেন (ইউনিয়ন ইনস্যুরেন্স), মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ (ব্লুবেরি কর্পোরেশন), জিন্নাতুল ইসলাম (হেবেই উইলসন টেক্সটাইল), মোহাম্মদ আমানুর রহমান (ডাইসিন-কেম ইন্ডাস্ট্রিজ), মোহাম্মদ আবদুল্লাহ জাবের (জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস), সেলিমুজ্জামান মোল্লা (এসএস ট্রেড ইন্টারন্যাশনাল), সান পিন (এসএল ইনোভেটিভ ইন্ডাস্ট্রিজ), এটিএম আলতাফ হোসেন (সেফসি বাংলাদেশ), মো. কামরুজ্জামান (ট্রানস টিম), মো. রাকিবুল হক (হুলং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি), মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (মার্স শিপিং অ্যান্ড লজিস্টিকস), আসিফ হক (সিনোক সেলিং টেকনোলজি) এবং এসএম মুস্তফা জালাল (ট্রায়াম্ফ অ্যাগ্রো)। বিসিসিসিআই আশা করছে, নতুন নেতৃত্বে বাংলাদেশ-চীন বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠবে।