ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাউথইস্ট ব্যাংকে এএমডি পদে যোগ দিলেন মাহবুব আলম

সাউথইস্ট ব্যাংকে এএমডি পদে যোগ দিলেন মাহবুব আলম

সাউথইস্ট ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগ দিয়েছেন মো. মাহবুব আলম। এর আগে তিনি এনসিসি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. মাহবুব আলম যোগদান করেন। মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। এ ছাড়া তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখা এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ থেকে এমকম ও বিকম (অনার্স) সম্পন্ন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত