
দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি’তে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় এ গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের পরিচালক মো. সাঈদ কুতুব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) সুপ্রভা সাঈদের সভাপতিত্বে এসময় মহাব্যবস্থাপকগণ, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি