ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিশুখাদ্য আমদানিতে এলসি শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

শিশুখাদ্য আমদানিতে এলসি শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এলসি (লেটার অব ক্রেডিট) মার্জিনে বড় ধরনের শিথিলতা ঘোষণা করেছে। এখন থেকে শিশুখাদ্য আমদানির এলসি মার্জিন ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ হবে। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার একটি সার্কুলার জারি করে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিছু নির্দিষ্ট পণ্যের আমদানি এলসি খুলতে শতভাগ নগদ মার্জিন বজায় রাখার নির্দেশ দিয়েছিল। এসব পণ্যের মধ্যে ছিল অ-শস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় যেমন টিনজাত (ক্যান) খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি ও কোমল পানীয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে— কিছু ব্যাংক পূর্ববর্তী নির্দেশনার ভুল ব্যাখ্যা করে অপরিহার্য শিশুখাদ্যকেও ১০০ শতাংশ নগদ মার্জিনের আওতায় নিচ্ছে এবং সংশ্লিষ্ট আমদানিকারকদের ওপর এই বাধ্যবাধকতা আরোপ করছে। নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন এখন ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত