ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চামড়া শিল্পে দক্ষ জনশক্তি তৈরিতে ঢাবিতে প্রশিক্ষণ শুরু

চামড়া শিল্পে দক্ষ জনশক্তি তৈরিতে ঢাবিতে প্রশিক্ষণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে চামড়া শিল্পে দক্ষ জনশক্তি গড়তে বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের অধীনে শিক্ষা খাত শিল্পের জন্য দক্ষতা প্রতিযোগিতামূলকতা এবং উদ্ভাবন প্রোগ্রামের (এসআইসিআইপি) সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চামড়া খাতের জন্য দক্ষ জনশক্তি উন্নয়ন এবং শিল্প প্রতিযোগিতামূলকতা শীর্ষক এ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং এসআইসিআইপির মধ্যে এরইমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল চামড়া শিল্পে বিশ্বমানের পেশাদার জনশক্তি তৈরি করা সম্ভব হবে। যা দেশের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। প্রকৌশলী, ব্যবস্থাপক, সুপারভাইজার, টেকনিশিয়ানসহ চামড়া শিল্পখাতের সঙ্গে জড়িত বিভিন্ন পেশাজীবী এবং এই শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী নতুন শিক্ষার্থীরা প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। এ প্রোগ্রামের আওতায় ৪টি প্রশিক্ষণ কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত