
উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানব উন্নয়ন সূচক, মাথাপিছু জিডিপি এবং উচ্চ আয়ের দিক থেকে বিশ্বের অন্যতম উন্নত দেশ সিঙ্গাপুর। বিশেষ করে চিকিৎসা খাতে দেশটির সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত উজ্জ্বল। বিশ্বের সেরা হাসপাতালগুলোর মধ্যে রয়েছে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, পাশাপাশি খ্যাতনামা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালও তালিকাভুক্ত রয়েছে শ্রেষ্ঠ হাসপাতালের সারিতে। আর এই দুই বিশ্বখ্যাত হাসপাতালের প্রসেস কুলিং সিস্টেমে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এয়ার কুলড স্মার্ট ইনভার্টার চিলার। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়ালটন। শিল্প বিশেষজ্ঞদের মতে, সিঙ্গাপুরের মতো প্রযুক্তিনির্ভর উন্নত দেশে ওয়ালটনের স্মার্ট চিলার ব্যবহৃত হওয়া বাংলাদেশের হাই-টেক পণ্য উৎপাদনে সক্ষমতার এক ঐতিহাসিক অর্জন। ওয়ালটন জানায়, স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দ্রুত বাড়ছে ওয়ালটন এসির জনপ্রিয়তা। টেকসই গুণগত মান, এআই ও আইওটি-নির্ভর উদ্ভাবন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং বিদ্যুৎ সাশ্রয়ী বৈশিষ্ট্য এই সব কারণেই বৈশ্বিক ক্রেতারা ওয়ালটনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এই সাফল্যের ধারাবাহিকতায় সিঙ্গাপুরের এয়ার কন্ডিশনিং খাতের শীর্ষ প্রতিষ্ঠান ‘ফ্লেয়ার এম অ্যান্ড ই প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে দেশটিতে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারিত হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার স্থাপন করা হয়েছে। ওয়ালটনের চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, ‘একসময় বাংলাদেশ সিঙ্গাপুর থেকে এসির কাঁচামাল আমদানি করত। এখন সেই সিঙ্গাপুরেই ওয়ালটন রপ্তানি করছে সর্বাধুনিক প্রযুক্তির চিলার ও ভিআরএফ সিস্টেম এটি শুধু ওয়ালটনের নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি