ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকায় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো শুরু

ঢাকায় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো শুরু

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল তিন দিনব্যাপী বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো (বিসিজিটিএক্স) ২০২৫ শুরু হয়েছে। অনুষ্ঠানে টেকসই উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হয়, যার লক্ষ্য ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতকে সম্পূর্ণ পরিবেশবান্ধব বা ‘গ্রিন’ হিসেবে গড়ে তোলা। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড ও চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও সাংহাই ক্লাইমেট উইক। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান অতিথি হিসেবে এ এক্সপোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-র ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, বিসিসিসিআই সভাপতি মো. খোরশেদ আলম, সিইএবি সভাপতি হান কুন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত