ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ন্যাশনাল ব্যাংক বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে ম্যানেজার্স মিট

ন্যাশনাল ব্যাংক বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে ম্যানেজার্স মিট

ন্যাশনাল ব্যাংক পিএলসি গতকাল সোমবার বরিশাল অঞ্চলের ২৩টি শাখার ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে ‘ম্যানেজার্স মিট আয়োজন করে। দিনব্যাপী এই সভায় অংশগ্রহণকারীরা শাখাগুলোর পারফরম্যান্স পর্যালোচনা, কার্যকরী অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই প্রবৃদ্ধি ও সেবার উৎকর্ষতার জন্য কৌশল নির্ধারণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, ঊর্ধ্বতন কর্মকর্তারা, বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকগণ। সভায় অংশগ্রহণকারীরা ব্যাংকের ভবিষ্যত প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য পাঁচটি কৌশলগত অগ্রাধিকার চিহ্নিত করেন: উদ্ভাবনী ডিপোজিট সংগ্রহ, শক্তিশালী ঋণ পুনরুদ্ধার, আমদানি ব্যবসার সম্প্রসারণ, সেলস ও মার্কেটিং কার্যক্রমের উৎকর্ষ এবং রেমিট্যান্স বৃদ্ধির জন্য আক্রমণাত্মক উদ্যোগ। সভায় বিশেষভাবে রেমিট্যান্সের উপর গুরুত্ব দেওয়া হয়, যা ন্যাশনাল ব্যাংকের অন্যতম গর্বিত সাফল্য। ব্যাংকটি বাংলাদেশে বিদেশি রেমিট্যান্স প্রবাহের ২৯% বাজার শেয়ার ধারণ করছে। ব্যাংক কর্তৃপক্ষ এর নেতৃত্ব বজায় রাখতে ডিজিটাল উদ্ভাবন, বর্ধিত অংশীদারিত্ব এবং প্রবাসী গ্রাহকদের জন্য উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত