ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে রোববার

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে রোববার

নতুন বছরের জানুয়ারি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির দাম বাড়বে নাকি কমবে—সে সিদ্ধান্ত জানা যাবে আগামী রোববার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত আদেশ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানায়, আগামী রোববার বিকাল ৩টায় রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর শহীদ প্রকৌশলী ভবনে অবস্থিত কমিশনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য হার ঘোষণা করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, সৌদি আরামকোর ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপির আলোকে বেসরকারি এলপিজির আমদানি মূল্য, পরিবহন ব্যয় ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে এই মূল্য সমন্বয় আদেশ নির্ধারণ করা হয়েছে। ঘোষণা শেষে একই দিনে বিইআরসি’র ওয়েবসাইটে জানুয়ারি ২০২৬ মাসের জন্য নির্ধারিত এলপিজির ভোক্তামূল্য আপলোড করা হবে। দেশের এলপিজি বাজারে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে রান্নার গ্যাসের দামে সম্ভাব্য পরিবর্তন নিয়ে ভোক্তাদের মধ্যে অপেক্ষা ও আগ্রহ বিরাজ করছে। এলপিজির নতুন দাম ঘোষণার মধ্য দিয়ে জানুয়ারি মাসে গৃহস্থালি ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস ব্যবহারের খরচ কোন দিকে যাচ্ছে, তা স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত