
অভিজ্ঞ ও খ্যাতিমান ব্যাংকার মো. সাব্বির হোসেন গতকাল ১ জানুয়ারি ২০২৬ তারিখে ব্যাংক এশিয়া পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগদান করেছেন। হোসেন প্রযুক্তি, অপারেশন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং খাতে তিন দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন। ১৯৯৪ সালে এএনজেড গ্রিনলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে (এসসিবি) যোগ দেন, এএনজেড এবং এসসিবিতে কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি হেড অব ব্যাংকিং অপারেশন্স, ব্রাঞ্চ অপারেশন্স, পারসোনাল ব্যাংকিং, প্রক্সিমিটি ব্যাংকিং, কান্ট্রি টেকনোলজি, অপারেশনাল রিস্ক অ্যান্ড সার্ভিস কোয়ালিটি এবং সর্বশেষ হেড অব কর্পোরেট, ইনস্টিটিউশনাল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সিটি ব্যাংক এনএ-তে কান্ট্রি হেড, অপারেশন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে এবং মেটলাইফ বাংলাদেশে চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগদান করেন। সেখানে তিনি তথ্যপ্রযুক্তি, অপারেশন্স, টেকসই অর্থায়ন, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি