ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জনতা ব্যাংকে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জনতা ব্যাংকে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন। জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের নামাজঘরে বাদ আসর বিশেষ দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, পরিচালক মো. ওবায়দুল হক, এমডি মো. মজিবর রহমান, ডিএমডি মো. ফয়েজ আলম ও কাজী আব্দুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাক মোস্তাফিজুল করিম মজুমদার, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খানসহ প্রধান কার্যালয়ের জিএম ও ডিজিএমরা এবং সবস্তরের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী, অফিসার সংগঠন ও অন্যান্য ব্যাংকের সিবিএ নেতারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত