ঢাকা ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বার্সেলোনা প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের ফাহিম

বার্সেলোনা প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের ফাহিম

দেশের সুপরিচিত ক্রীড়া কনটেন্ট ক্রিয়েটর এবং ফুটবল ক্লাব এফসি বার্সেলোনার অন্যতম বড় ভক্ত হিসেবে পরিচিত খন্দকার ফাহিম সম্প্রতি এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা বনাম অ্যাথলেটিক ক্লাবের ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে উপভোগ করেন তিনি। এই ঐতিহাসিক ম্যাচে বার্সেলোনা জয়লাভ করে। ম্যাচ শেষে মিটিং লবিতে ফাহিমের সাক্ষাৎ হয় বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা, স্পোর্টিং ডিরেক্টর ও কিংবদন্তি ফুটবলার ডেকো এবং সাবেক বার্সা খেলোয়াড় বোজানের সঙ্গে। তাদের সঙ্গে আলাপচারিতা শেষে এই বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করেন ফাহিম। ফাহিম জানান, এ এক দারুণ অভিজ্ঞতা। এতদিন যাদের টিভিতে দেখেছি, আজ তাদের সামনাসামনি দেখা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।

এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মহূর্ত। ফাহিমের এই সফর কেবল বার্সেলোনার সঙ্গে সীমাবদ্ধ ছিল না। তিনি ইতোপূর্বে বিশ্বখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এর মধ্যে আছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, সুইডিশ কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, ইতালীয় কিংবদন্তি পাওলো মালদিনি, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ, ইতালীয় ফুটবল তারকা ফ্রান্সেসকো টট্টি, এবং এসি মিলানের কোচ স্টেফানো পিওলি। এই সব কিংবদন্তির সঙ্গে তোলা সেলফি এবং অভিজ্ঞতার গল্প ফাহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর ক্রীড়াপ্রেমিদের মধ্যে মুহূর্তেই ভাইরাল হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত