ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

তদন্ত কমিটির মুখোমুখি সাবিনারা

তদন্ত কমিটির মুখোমুখি সাবিনারা

সবশেষ সাফজয়ী নারী দলের কোচ পিটার বাটলারকে আরও দুই বছরের চুক্তিতে আবদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)। এতে নাখোশ হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের সিনিয়র খেলোয়াড়রা। এ বৃটিশ কোচের অনুশীল বর্জন করেছেন সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মনিকা চাকমা, শিউলি আজিম, মাতসুসিমা সুমাইয়ারা। গত মঙ্গলবার থেকে নারী ফুটবলাররা জাতীয় দলের এ কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সাবিনা খাতুনসহ ১৮ সিনিয়র ফুটবলার গণপদত্যাগেরও হুমকি দিয়েছেন। এমন অচলাবস্থার মুখে সমস্যা সমাধানের উপায় খুঁজছে বাফুফে। কোচের বিরুদ্ধে আনা সাবিনাদের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এরইমধ্যে সে কমিটির মুখোমুখি হয়েছেন ফুটবলাররা। এ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। সদস্য পুলিশ কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা। গত রোববার বাফুফে ভবনের দ্বিতীয় তলায় বোর্ড রুমে ৭ জন ফুটবলারের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা।

এদিন সানজিদা আক্তার, মনিকা চাকমা, শিউলি আজিম, মাতসুসিমা সুমাইয়াসহ অন্যরা নিজেদের বক্তব্যগুলো তুলে ধরেন। তদন্ত কমিটির কর্মকর্তারা ফুটবলারদের কি প্রশ্ন করেছেন বা তাদের সঙ্গে কি কথা হয়েছে সে ব্যাপারে নারী ফুটবলারদের কেউ মুখ খোলেননি। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা এ কমিটির। প্রথম দিনের তদন্ত শেষে কমিটির চেয়ারম্যান ইমরুল বলেছেন, আমরা সাত জনের সঙ্গে কথা বলতে পেরেছি। আরও কথা বলবো। প্রয়োজনে অন্যদের সঙ্গেও কথা বলবো। আমরা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবো। আমরা যে লিখিত অভিযোগ পেয়েছি, তারওপর শুধু কাজ করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত