বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটের যখন উত্থানপর্ব, তখন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচই ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। অনেক বছর ধরে এটিই চলে আসছিল। এরপর ক্রিকেটের সম্প্রসারণের সঙ্গে ভারত-পাকিস্তানসহ অন্যান্য দলের অন্তর্ভুক্তির সঙ্গে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের জৌলুশ কিছুটা হলেও কমেছে। তবে এখনো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচকে ক্রিকেটের বড় লড়াই বলেই মনে করা হয়। ১৮৭৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এটি ক্রিকেট ইতিহাসে প্রথম অফিসিয়াল টেস্ট ম্যাচ। ২০২৭ সালে ওই টেস্টের ১৫০ বছর পূর্ণ হবে। সার্ধশত বছর পূর্তিতে বিশেষ টেস্ট ম্যাচের আয়োজন করেছে দল দুটি। ম্যাচটি হবে দিবারাত্রির, ২০২৭ সালের মার্চে ঐতিহাসিক মেলবোর্নেই গোলাপী বলে ১১-১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সবকিছু ঠিক থাকলেও এটিই হবে মেলবোর্নে পুরুষদের প্রথম দিবারাত্রির টেস্ট। এর আগে ১৯৭৭ সালে শতবর্ষী পূর্তিতেও বিশেষ ম্যাচের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তবে ওই ম্যাচটি হয়েছিল লাল বলে এবং দিনের বেলায়। ম্যাচটিতে অস্ট্রেলিয়া ৪৫ রানের ব্যবধানে জয়ী হয়েছিল। ২০২৭ সালের টেস্টটি দিবারাত্রিতে আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো দর্শকে উপস্থিতি বাড়ানো। কেননা, দিনের বেলা খেলা হলে তা অস্ট্রেলিয়ার স্কুল ও কর্মঘণ্টার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে। সেক্ষেত্রে বেশি দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা দেখতে পারবেন না। এছাড়া ম্যাচটি টেলিভিশন দর্শকদের জন্যও সুবিধাজনক হবে, বিশেষ করে যুক্তরাজ্যের দর্শকদের জন্য। কারণ, অস্ট্রেলিয়ার দিন-রাতের টেস্টের তৃতীয় সেশনটি যুক্তরাজ্যে সকাল সাড়ে ৭টার পর দেখা যাবে, যা দর্শকদের জন্য বেশ সুবিধাজনক।