কুস্তি ও খো খো ফেডারেশনের অ্যাডহক কমিটি আগেই ঘোষণা দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এবার ঘোষিত দুই ফেডারেশনের তিনটি পদে পরিবর্তন এনে সংশোধন করা হয়েছে। রোববার সংশোধিত নতুন অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন দিয়েছে ক্রীড়া পরিষদ। গত ১৯ মার্চ ঘোষিত কুস্তির কমিটিতে সাধারন সম্পাদক পদে ৮৪ বছর বয়সী মাহবুবুল আমিন জীবন এবং যুগ্ম সম্পাদক পদে ফারুক উদ্দিন আহমেদকে দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনের পর থেকেই হাসপাতালে রয়েছেন জীবন। তাই গতকাল নতুন প্রজ্ঞাপনে সাবেক কুস্তিগীর মেজবাহ উদ্দিন আজাদকে সাধারন সম্পাদক ও ফারুক উদ্দিন আহমেদের পরিবর্তে যুগ্ম সম্পাদক করা হয়েছে আরেক সাবেক কুস্তিগীর একেএম আবদুল মোবিনকে। এছাড়া গত ২৭ মার্চ ঘোষিত খো খো ফেডারেশনের কমিটি থেকে সদস্য মতিউর রহমান বাবুলকে বাদ দিয়ে মোহাম্মদ আল আমিনকে সদস্য করা হয়েছে।