ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৫, প্রাইভেটকার জব্দ

রংপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৫, প্রাইভেটকার জব্দ

রংপুর মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি প্রাইভেটকারসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে র‌্যাব-১৩ রংপুর মহানগরের তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় নীলফামারীর কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম খামারপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে মো. সুমন সরকার (৩৭), মো. ফারুক হোসেন ও মৃত ছোরাপ আলীর ছেলে মো. রওশন আলী (৪২)-কে আটক করা হয়।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইভেটকারে করে ফেনসিডিলের চালান আনা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, রংপুর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ সোমবার সকালে গংগাচড়া থানার লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন বগুড়া জেলার কাহালু থানার দীঘিরপাড় এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার শ্রী উজ্জ্বল চন্দ্রের ছেলে শ্রী জয়ন্ত কুমার (২০)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আবু মো. সিদ্দিকুজ্জামানের নেতৃত্বে এসআই ভূষণ চন্দ্র বর্মণ ও তার সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ জানায়, একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে বিশেষ কায়দায় ১০ কেজি গাঁজা লুকিয়ে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় গংগাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং এই ১০ কেজি গাঁজার চালান কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।

মাদক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত