চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ মো. শামসুদ্দীন কালু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুন বাজার নীল কুঠীর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার শামসুদ্দীন কালু ওই এলাকারই আব্দুল বাসেদ বিশুর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শামসুদ্দীন কালুর বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।