“কৃষিই সমৃদ্ধি—দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫।
গ্রীষ্মকালীন ফলের মৌসুম উপলক্ষে সারাদেশে একযোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। ফল মেলা চলবে আগামী ২১ জুন শনিবার পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে বর্ণাঢ্য এই ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম মাহবুব, চুনারুঘাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. রবিউল হোসেন, রসায়ন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মিলি আক্তার তমা, ডেইলি অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী এবং কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় ও মৌসুমি ফলের সমাহার স্থান পেয়েছে। আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং কৃষকদের ফলচাষে আরও উৎসাহিত করেন।
বক্তারা বলেন, ফলচাষ শুধু পুষ্টির চাহিদা পূরণ করে না, এটি দেশের কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিনির্ভর চাষাবাদ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
মেলায় সচেতনতামূলক লিফলেট এবং তথ্যসমৃদ্ধ স্টলও রয়েছে।